লা লিগার দল রিয়াল সোসিয়েদাদের সাথে আরো এক বছরের চুক্তি নবায়ন করেছেন অভিজ্ঞ স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। নতুন চুক্তি অনুযায়ী ২০২২-২৩ মৌসুমেও বিশ্বকাপ জয়ী ৩৬ বছর বয়সী এই তারকা সোসিয়েদাদের সাথেই থাকছেন।
২০১০ বিশ্বকাপে স্পেনকে বিশ্বকাপ জয়ে সহযোগিতা করার পর সিলভা ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। ২০২০ সালে সোসিয়েদাদে যোগ দেবার আগ পর্যন্ত সিটির হয়ে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। নতুন চুক্তি প্রসঙ্গে সিলভা বলেছেন, ‘এই ধরনের একটি ক্লাব ও এর সমর্থকদের কারনেই চুক্তির বৃদ্ধির সিদ্ধান্ত নেয়াটা এত সহজ হয়েছে।’ ২০২০ সালে কোপা ডেল রে জয় করেছিল রিয়াল সোসিয়েদাদ। বর্তমানে লা লিগা টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ক্লাবটি, হাতে রয়েছে আর পাঁচটি ম্যাচ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান