সোস্যাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার মুদারাবা রেডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের ৬৫৮ তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, সম্পূর্ণ অবসায়নযোগ্য, ফ্লটিং রেট, আনসিকিউর্ড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইস্যুরেন্স কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে সোস্যাল ইসলামী ব্যাংক টায়ার টু এর ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করবে।

বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও স্ট্যান্ডার্ড ব্যাংক কাজ করছে।