রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার জন্য মহানগর পুলিশের অনুমতি পেয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (৬ ন্যেভম্বর) দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
জোটের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকার পুলিশ কমিশনার কালকের জনসভার জন্য অনুমতি দিয়েছেন। লিখিত কাগজটি আমরা বিকেলেই পেয়ে যাব। তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
১৩ আগস্ট গণফোরামের কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়াকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। সোমবার কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগও নির্বাচন সামনে রেখে গঠিত এই জোটে যোগ দিয়েছে।
ঢাকার আগে সিলেট ও চট্টগ্রামে জনসভা করেছে সাত দফা দাবিতে একজোট হওয়া ঐক্যফ্রন্ট। আগামী ৮ নবেম্বর রাজশাহীতে তাদের জনসভা করার কর্মসূচী রয়েছে। খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও রয়েছে ঐক্যফ্রন্টের সাত দফার মধ্যে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সমাবেশের অনুমতি পাওয়ার কথা জানিয়ে বলেন, আমরা সমাবেশ সফল করার প্রস্তুতি নিচ্ছি। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান সমাবেশের অনুমতির বিষয় নিয়ে কথা বলতে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। সমাবেশের অনুমতি পেয়ে এ্যানী বলেন, ‘ডিএমপি কমিশনার মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি দিয়েছেন। আমরা এখন সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করতে যাচ্ছি। এরপর কয়েক দফা বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা সোহরাওয়ার্দী উদ্যোনে যান। সকলের মতামতের ভিত্তিতে সমাবেশের স্থল ঠিক করা হয়।
এদিকে সংলাপ ব্যাহত না করেই সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলনের কর্মসূচী দেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আগের দিন সোমবার রাতে ফ্রন্টের এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
ফখরুল বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, মঙ্গলবারে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে আমরা ভবিষ্যত কর্মসূচী ঘোষণা করব। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, সংসদ ভেঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ে জোট গঠনের পর গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সংলাপে ডাকেন। প্রথম দফা সংলাপে তারা দাবি পূরণের বিষয়ে সমাধান না পাওয়ার পর বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসছেন তারা। সংলাপের পাশাপাশি তাদের আন্দোলনের পথে পা রাখার দিকে ইঙ্গিত করে সম্প্রতি শেখ হাসিনা বলেছিলেন, একদিকে আলোচনা করবে, আবার আরেকদিকে আন্দোলনের কর্মসূচী দেয়া, এটা কী ধরনের সংলাপ? সেটা আমাদের কাছে বোধগম্য না। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আগে কর্মসূচী ঘোষণার সম্ভাব্য প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ফখরুল বলেন, যাতে প্রভাব না পড়ে, সেভাবে কর্মসূচী ঘোষণা করব।
বিএনপি নেতা মওদুদ আহমদের সভাপতিত্বে এই বৈঠকে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের জাহেদ-উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোঃ মনসুর আহমেদ, আ ব ম মোস্তফা আমিন উপস্থিত ছিলেন। বৈঠকের এক ফাঁকে বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি নুরুল আমিন ব্যাপারী ও মহাসচিব শাহ আহমেদ বাদল ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে দেখা করেন।