সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি পায়নি বিএনপি। বিএনপির আবেদনকে না করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি।

রোববার বিকেলে বিএনপির সমাবেশের অনুমতি প্রসঙ্গ নিয়ে ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সমাবেশের অনুমতি না দেয়ার কারণ সম্পর্কে তিনি জানান, ‘জননিরাপত্তার স্বার্থে বিএনপিকে অনুমতি দেয়া হয়নি।’

ঢাকায় জনসভা করতে না পেরে বিভাগীয় সদরগুলোতে শো-ডাউন করার কর্মসূচি গ্রহণ করে দলটি। তবে অনুমতি মিললো না। ১২ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করে সরকারের কাছে লিখিত অনুমতি চায় বিএনপি। আবেদনের কোনো সাড়া মিললো না। জননিরাপত্তার স্বার্থ দেখিয়ে বিএনপিকে অনুমতি দেওয়া হলো না।

 

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে গত ৩১ দিন ধরে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম বন্ধ রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতেও ভাটা পড়েছে। তাই বিএনপির ভাবনায় এখন শুধুই দল প্রধানের মুক্তির আন্দোলন।

এমআর/