সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আ’লীগের বিজয় সমাবেশ

একাদশ সংসদ নির্বাচনে অর্জিত বিশাল জয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, বিজয় সমাবেশে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। তিনি সমাবেশে নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার না করতে সতর্ক করবেন।

কাদের আরও জানিয়েছিলেন, শেখ হাসিনা দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করবেন। বিশেষ করে মাদক নির্মূলে যে যুদ্ধ চলছে তাতে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আসবে সমাবেশ থেকে। এছাড়া, প্রধানমন্ত্রী তার বক্তব্যে উন্নয়ন পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরবেন।

এদিকে শনিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে হওয়া নৈতিক পরাজয় ঢাকার পাশাপাশি এ থেকে জনগণের সৃষ্টি অন্য দিকে সরিয়ে দিতে তারা (আওয়ামী লীগ) বিজয় উৎসব করছে।’

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ এমন এক বিজয় উদযাপন করছে যা তারা ভয়াবহ ভোট ডাকাতির মাধ্যমে পেয়েছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ২৫৭ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৯৯ আসনের মধ্যে জয়লাভ করে ২৮৮ আসনে। জোট সঙ্গী জাতীয় পার্টি পায় ২২টি আসন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ