সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর দেড়টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে ঐক্যফ্রন্টের র্শীষ নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

সমাবেশে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারাও বক্তব্য দেবেন। প্রথমবারের মতো কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেন।

আগামী নির্বাচন সামনে রেখে সাত দফা দাবি আদায়ে জাতীয় ঐক্যফ্রন্টের এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ জোটভূক্ত দলগুলোর নেতাকর্মীরা যোগ দিয়েছেন। রাজধানীসহ ঢাকার আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখর করে রেখেছেন। তবে সমাবেশে জড়ো হওয়া নেতাকর্মীদের মধ্যে সিংহভাগই বিএনপি কর্মী লক্ষ্য করা যায়। তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন।

নেতাকর্মীদের স্লোগানের ভাষায় তার বলছেন, ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’। তাঁদের হাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত ফেস্টুনও দেখা যায়। দেখা যায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানারও।

সমাবেশের বিষয়ে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংলাপে বিঘ্ন ঘটে এমন কোনো কর্মসূচি আজকের জনসভা থেকে দেবে না ঐক্যফ্রন্ট। আমরা আলোচনায় বিশ্বাস করি, আশা করি চলমান সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘সাত দফা দাবি আদায়ে জনমত গঠনের লক্ষ্যে সভা-সমাবেশ করা হচ্ছে। আমরা চাই, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হোক। তবে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

আজকের বাজার/এমএইচ