প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী গেট দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন।
শনিবার (২১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন ।
সেতুমন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত রয়েছেন বিশিষ্টজনরাও। গান পরিবেশন করছেন মমতাজ, সালমা ও শুভ্র দেবসহ বিভিন্ন শিল্পীরা।
নেতাকর্মীদের যারা সোহরাওয়ার্দী উদ্যানে স্থান পাননি তারা শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় অবস্থান করছেন।
আজ বিকেলে দেশের উন্নয়ন ও অর্জনে অনন্য সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে।
ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করায় এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে তিন লাখেরও বেশি লোকের সমাগম হবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আজকের বাজার/একেএ