আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে এই সমাবেশ করার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর (সোমবার) সমাবেশ করবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, বেলা ২টায় এই সমাবেশ শুরু হবে। এতে বক্তব্য রাখবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
তিনি বলেন, ইতিমধ্যে তারা সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিকট সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন।
সর্বশেষ গত ৬ নভেম্বর বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট।
গত ১৩ অক্টোবর বিএনপি, ড. কামাল হোসেনের ঐক্যপ্রক্রিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য মিলে সাত দফা দাবি জানানোর মধ্য দিয়ে জাতীয় এক্যফ্রন্ট গঠিত হয়। পরে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগও ঐক্যফ্রন্টে যোগ দেয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ