সোয়ানসির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

ইংলিশ প্রিমিয়াম লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের ধারা অব্যাহত আছে। ঘরের মাঠে শনিবার সোয়ানসির বিপক্ষে ২-০ গোলের জয় পায় মরিনহোর দলটি।

ম্যাচের শুরুটা দারুণ হয় ইউনাইটেডের। ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন লুকাকু। সানচেজের বাড়ানো বল সহজেই জালে জড়ান বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানচেজ। জেসে লিনগার্ডের বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চিলির এই ফরোয়ার্ড। সানচেজের এটি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় গোল। বিরতির ঠিক আগে আবারও বল জালে জড়ান সানচেজ। তবে লুকাকু অফসাইড থাকায় গোলটি বাতিল হয়ে যায়।

বিরতির পর সোয়ানসি গোলের জন্য মরিয়া হলেও তা কোন কাজে দেয়নি।সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সোয়ানসি।অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার।

 

আজকের বাজার/আরজেড