সারাদেশের ৬৪ জেলার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সহায়তা দেবে সরকার। চলতি অর্থবছরে দ্বিতীয়ার্ধে মোট ৩২ কোটি ৯০ লাখ টাকা বিতরণ করা হবে। ২ লাখ ২৫ হাজার ৯৮৮জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হবে। বিভিন্ন জাতের আউশ, সবজি, পাট, আখ, বালাইনাশক ওষুধসহ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হবে।
কৃষিমন্ত্রী জানান, উৎপাদন বাড়াতে উফশী আউশে ৫১ জেলায় ২৭ কোটি ১০ লাখ টাকা, নেরিকা আউশে ৪০ জেলায় ৩ কোটি ৯০ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। তিনি বলেন, উফশী আউশ আবাদে প্রত্যেক কৃষক উপকরণ বাবদ এক হাজার ৩৫৫ টাকা এবং নেরিকা আউশ চাষে এক হাজার ৯৫০ টাকা করে পাবেন। প্রণোদনার কারণে অতিরিক্ত প্রায় ৭৭ হাজার টন চাল উৎপাদন হবে।
উফশী আউশ আবাদে দুই লাখ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। আর সেচের দেওয়া হবে ৪০০ টাকা। বিঘা প্রতি নেরিকা চাষে ২০ হাজার কৃষককে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। সেচের জন্য ৪০০ টাকা এবং আগাছা দমনের জন্য ৪০০ টাকা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
এ প্রণোদনার কারণে ৭৬ হাজার ৭৮৯ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, প্রতি কেজি ৩২ টাকা করে উফশী আমন চালের মোট বিক্রয় মূল্য হবে ২২৪ কোটি ৩২ লাখ টাকা। নেরিকায় চালের মোট মূল্য হবে ২১ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ এ দুই জাতের চাল বিক্রিতে আয় হবে ২৪৫ কোটি ৫৩ লাখ।
মন্ত্রী আরও বলেন, পাট ফসলের প্রদর্শনী স্থাপনের ক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য এক কেজি বীজ, ২৫ কেজি ইউরিয়া, ৮ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি, ১৫ কেজি জিপসাম, একটি সাইনবোর্ড ও একটি রেজিস্টার বিনামূল্যে পাবেন কৃষকরা।
সুত্র: অর্থসূচক