আবদুল আজিজ আল ফাওজান সৌদি আরবের ধর্ম প্রচারক। তিনি খুব দ্রুতই আটক হতে পারেন। টুইটারে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে তিনি একটি টুইট করেছেন।
সৌদি কর্তৃপক্ষ আল ফাওজানকে হেনস্তা করছে। তার প্রতি হেনস্তার পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। আল ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল ফাওয়াজ এক টুইটে বলেছেন, তাকে আসন্ন গ্রেফতারের জন্য সতর্ক করা হয়েছে।
তিনি ওই টুইট বার্তায় বলেন, আমার প্রিয় মানুষেরা। যে যেখানে আছেন, আপনাদের প্রার্থনায় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের রক্ষা করবেন।
কি কারণে তাকে আটক করা হতে পারে এ বিষয়ে পরিস্কারভাবে কিছু জানা যায়নি। তবে এর আগে সৌদিতে বহু সংখ্যক আলেমকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন তিনি।
আজকের বাজার/অারআইএস