সৌদি আরবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডাব্লিউডাব্লিউই) আয়োজন ‘রয়্যাল র্যাম্বল’ চলাকালে কম পোশাক পরিহিত নারী রেসলারদের ছবি দেখানো নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। এর জের ধরে ক্ষমা চেয়েছে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গতকাল শনিবার জেদ্দায় অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই’র খেলায় এ ঘটনা ঘটে। খেলা চলাকালীন বিজ্ঞাপণে নারীদের ছবি দেখানোর পর পরই রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদির ক্রীড়া কর্তৃপক্ষ ছবিটি ‘অশালীন দৃশ্য’ হিসেবে আখ্যা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চায়। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে এমন ভুল হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় সমালোচনাও করেছে অনেকেই।
সৌদিতে গতকালের রেসলিংয়ে উপস্থিত ছিলেন নারী রেসলাররাও। তবে লড়াইয়ে তাদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
খেলাটি সৌদির বাদশাহ আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে পুরুষের সঙ্গে একই কাতারে বসে খেলা উপভোগ করেন নারীরাও। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬০ হাজার দর্শক।
এস/