সৌদি আরবে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম বাদশা (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে সৌদির জিজান জেলার দারব এলাকার পতেহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বাদশা কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়ার মধু মাঝির বাড়ির আবু তাহেরের ছেলে।
আহতরা হলেন- পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকার মো. নুরুন্নবী (২৭), মিয়াপাড়া এলাকার আসাদু মিয়া (২৩), মো. ছোটন (২৫) ও কক্সবাজার সদর উপজেলার মো. আব্দুল্লাহ (২৪)।
সৌদি আরবে প্রবাসী পেকুয়া উপজেলা সদরের মিয়াপাড়ার বাসিন্দা মোরশেদ হাসান বলেন, দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারালে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে বাদশা ঘটনাস্থলে নিহত ও চারজন আহত হন।
আজকের বাজার/আরআইএস