চার বছর আগে ২০১৫ সালে সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিদের স্বজনদের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেছে সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক অনুষ্ঠানের মাধ্যমের চেকগুলো হস্তান্তর করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরীয়ার আলম ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।
সৌদি সরকার এ দুর্ঘটনায় নিহত এক বাংলাদেশির পরিবারকে ২.২৬ কোটি টাকা এবং আহত দুই বাংলাদেশির প্রত্যেকের পরিবারকে ১.১৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকার কারণে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে সহায়ক হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ