সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়িফে দুই হামলাকারীর ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক হামলাকারী আহত ও আটক হয়েছে। আর অপর হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) দেশটির তায়েফ শহরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদপত্রগুলোতে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় অনলাইন নিউজপোর্টাল সাবকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হামলাকারীরা নিহত ট্র্যাফিক পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে ও তার গাড়ি চুরি করে ন্যাশনাল গার্ডের স্থাপনা প্রাঙ্গণে ঢুকে পড়ে হামলা চালায়।
সাবকের ওই প্রতিবেদনে আরো নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছে বলে উল্লেখ করলেও বিস্তারিত বলা হয়নি।
রয়টার্স বলছে, তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আজকের বাজার/ এমএইচ