সৌদি আরবে এক নারীর গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
চালক সালমা আল-শেরিফ (৩১) সংবাদমাধ্যমকে বলেন, কিছু পুরুষ তাঁর গাড়িতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।
এ ব্যাপারে মঙ্গলবার মক্কা পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিষয়টির তদন্ত করছেন। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
সরকারপন্থী পত্রিকা ওকাজকে শেরিফ বলেন, গাড়ি চালানোর অনুমতির পর থেকে তিনি প্রতিবেশীদের কাছে হয়রানির শিকার হচ্ছেন।
তিনি বলেন, ‘আমার বেতন চার হাজার রিয়াল, যার অর্ধেকই গাড়িচালকের পেছনে খরচ যায়।’
সালমা আল-শেরিফ আরও বলেন, ‘কিন্তু গাড়ি চালানোর প্রথম দিন থেকেই তিনি পুরুষের কাছে হয়রানি শিকার হচ্ছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেরিফকে অনেকেই সমর্থন করেছেন। অনেকেই তাঁর পুড়ে যাওয়া গাড়ির ছবি পোস্ট করছেন এবং এটা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছেন।
সৌদি আরবে প্রায় এক লাখ ২০ নারী গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
আরজেড/