মুসলমানদের পবিত্র নগরী মদিনার কাছে একটি ভারী গাড়ির সাথে বাসের ধাক্কায় ৩৫ বিদেশি নাগরিক নিহত ও অপর চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।
মদিনা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি বার্তা সংস্থা জানায়, বুধবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় এ পবিত্র নগরীর কাছে একটি ভারী যানের সাথে ভাড়া করা একটি বেসরকারি বাসের মুখোমুখী সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে আরব ও এশীয় পর্যটক ছিলেন। ভিডিও ফুটেজে বাসটির জানালার কাঁচ ভাঙ্গা ও পুড়ে যাওয়া অবস্থা দেখা যায়।
এসপিএ আরো জানায়, আহতদের আল-হামনা হাসপাতালে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে।
২০১৮ সালের এপ্রিলে সৌদি আরবে একটি জ্বালানি ট্যাঙ্কারের সাথে বাসের ধাক্কায় চার ব্রিটিশ পর্যটক নিহত ও অপর ১২ জন আহত হওয়ার পর এ দুর্ঘটনা ঘটলো।
আজকের বাজার/লুৎফর রহমান