আগামী মাসে আবারো ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ দেখতে পারবে ফুটবল বিশ্ব। এক বছরে দ্বিতীয়বারের মত সৌদি আরবের অনুষ্ঠিতব্য ম্যাচটিতে দক্ষিণ আমেরিকান দুই ফুটবল পরাশক্তি একে অপরের মোকাবেলা করবে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সিবিএফ’এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে ম্যাচটি আগামী ১৫ নভেম্বর রিয়াদের কিং সৌদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গত বছর জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে কোপা আমেরিকান বিজয়ী ব্রাজিল তাদের চির প্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে পরাজিত করেছিল।
জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছিল। বিতর্কিত ম্যাচটিতে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি অভিযোগ করে বলেছিলেন স্বাগতিক হিসেবে ব্রাজিল বাড়তি সুবিধা আদায় করে ফাইনালে উঠেছে। ফাইনালে সেলেসাওরা পেরুকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা জয় করে।
আর্জেন্টিনা ছাড়াও আগামী ১৯ নভেম্বর আবু ধাবীতে দক্ষিন কোরিয়ার বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
আজকের বাজার/লুৎফর রহমান