সরকারের সাফল্য উল্লেখ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমরা স্যাটেলাইটে আকাশেও গেছি। আমরা সাগরের নিচেও গেছি। আমরা উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছি এত অল্প সময়ের মধ্যে।’
বুধবার (৩০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস এর দ্বিতীয় সভায় প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘কত বাঁধা অতিক্রম করতে হয়েছে আমাদের। তবুও আমরা এগিয়ে যাচ্ছি।'
প্রধানমন্ত্রী বলেন, '৯ বছরের মধ্যে দেশকে আমরা যে জায়গায় নিয়ে গেছি। এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর আর কোন দেশ পেরেছে এটা। পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমরা বাংলাদেশ এটা করেছি।'
আরজেড/