সৌদি আরবের মক্কায় দ্রুতগামী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৯ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় সময় শনিবার (২ জুন) রাত ১১টায় দুর্ঘটনাটি ঘটে।
রেডক্রিসেন্টের মুখপাত্র জানিয়েছেন, পাঁচ তারা হোটেল মাহাত্তারের কাছে দুর্ঘটনা হয়। ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। তাদের বেশিরভাগই ছিলেন প্রাইভেটকারের যাত্রী।
আশঙ্কজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত ব্যক্তিকে। হতাহতদের নাগরিকত্ব আর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
রাসেল/