সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন, সৈয়দ হোসেন, ইস্রাফিল শেখ ও শাহ আলম।

স্থানীয় সময় বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় বাসের টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে পড়ে। বাসটি রাস্তার পাশের একটি বৈদুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওই মিনিবাসে সব মিলিয়ে ১৮ জন যাত্রী ছিলেন। গাড়িটির চালক ছিলেন একজন পাকিস্তানি। তিনি দ্রুতগতিতে গাড়িটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে।

রাসেল/