সৌদিতে ৩৫ দিনে গ্রেফতার আড়াই লাখ প্রবাসী

সৌদি আরবের বাসিন্দা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে গত ৩৫ দিনে সর্বমোট দুই লাখ ৫৩ হাজার ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে আরও ৪১ হাজার প্রবাসীকে।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর প্রকাশ করেছে।

খবর অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে ওই অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৩৬ হাজার নয়শ ৯৭ জনকে গ্রেফতার করা হয় বাসিন্দা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে।

এছাড়া ৮৩ হাজার একশ ৫১ জনকে গ্রেফতার করা হয় শ্রম আইন লঙ্ঘনের দায়ে এবং সীমান্ত সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে আরও ৩২ হাজার নয়শ ৩৮ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সৌদি প্রেস অ্যাজেন্সির খবরে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। অভিযানে অংশ নেয়া সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে গণমাধ্যমটি।

তিন হাজার একশ ৫৬ জন সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়। তাদের মধ্যে ৭৬ শতাংশ ইয়েমেনের নাগরিক।

এখন পর্যন্ত ৫৪ হাজার ৯২ জনকে তাদের নিজ দেশে ফেরে পাঠানো হয়েছে। আরও ৪১ হাজার তিনশ ২৬ জনকে দেশে ফেরত পাঠানো হবে। বর্তমানে বিমানের টিকটের জন্য অপেক্ষা করছে তারা।

আজকের বাজার: আরআর/ ২৩ ডিসেম্বর ২০১৭