সৌদি আরবে এ বছর হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৩ জনের প্রত্যেকেই মক্কায় মারা গেছেন।
শুক্রবার ০৪ আগস্ট পর্যন্ত এ তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হজ মন্ত্রণালয়।
মৃত হজযাত্রীরা হলেন, রাজবাড়ী জেলার মোঃ আব্দুল রাজ্জাক (৭৫) পাসপোর্ট নং BN0607026, বরিশাল জেলার মুলাদী উপজেলার ফরিদ উদ্দিন (৬২) তার পাসপোর্ট নং BM0953555 এবং নেত্রকোনা সদর উপজেলার খন্দকার এ আর এম ইউসুফ তার পাসপোর্ট নং BM0923253।
হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৩৩,৬২৮ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন।
আজকের বাজার: আরআর/ ০৫ আগস্ট ২০১৭