সৌদি আরবে ৫ থেকে ১০ লাখ বাংলাদেশি শ্রমিক চাকরি হারাতে পারে। এমন আশঙ্কা করছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিষয়টির বিস্তারিত জানিয়ে চিঠিও দিয়েছে ঢাকাকে। কারণ হিসেবে বলা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে দেশটির নিজ নাগরিকরা দখল করবে ৭০ শতাংশ অভিবাসী শ্রমিকের কাজ।
সৌদি আরবের ভিশন টুয়েন্টি থার্টি অনুযায়ী, দেশটির শ্রম বাজারে নিজ দেশের নাগরিকদের অবদান থাকবে ৭০ শতাংশ। যা বাস্তবায়নে বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের ছাঁটাই কাজ শুরু হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সাধারণ ক্ষমার সুযোগও। এ অবস্থায় ৫ থেকে ১০ লাখ বাংলাদেশি শ্রমিক চাকরি হারাতে পারে বলে আশঙ্কা দূতাবাসের।
বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে আরো বলা হয়, নিয়ম প্রতিনিয়তই কড়া হচ্ছে। প্রবাসী কর্মীদের পরিবারের ওপর মাসিক চার্জ আরোপ করা হচ্ছে, আকামা ফি বাড়িয়ে দেয়া হয়েছে, বাড়ানো হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফিও। যার ফলে এরই মধ্যে ১১ মিশরীয় নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা সৌদি আরব ছেড়েছেন।