সৌদির অর্থায়নে ওয়াহিবাদের বিস্তার

সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর অনুরোধে সৌদি আরবের অর্থায়নে ওয়াহাবিবাদের বিস্তার ঘটানো হয়েছে। সৌদি সিংহাসনের উত্তরসূরি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ বিন সালমান বলেন, শীতল যুদ্ধের সময় দেশের বাইরে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় তহবিল সরবরাহে পশ্চিমা মিত্ররা সৌদি আরবকে অনুরোধ করেছিল। মুসলিম দেশগুলোতে যাতে সোভিয়েত ইউনিয়ন প্রবেশ করতে না পারে, সেজন্যই এমনটা করতে বলা হয়েছিল।

তিনি বলেন, পরবর্তী সৌদি সরকারগুলো সেই ধারা থেকে বিচ্যুত হয়েছে। কিন্তু আমাদের আগের ধারায় ফিরে আসা উচিত ছিল। বর্তমানে সৌদি সরকার সরাসরি সেই তহবিল না দিয়ে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে দেয়ার ব্যবস্থা করছে।

 

আজকের বাজার/আরজেড