সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল বাহার গর্ভনর প্রিন্স হুসাম বিন সউদ বিন আব্দুল আজিজ প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার বাহা প্রদেশে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বৈঠকে গভর্নর বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা ও কাজের প্রতি আন্তরিকতার প্রশংসা করেন। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়েও এসময় আলোচনা করা হয়।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সব সময় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আগামিদিনে দু’দেশের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।
গোলাম মসীহ এ সময় বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী সহ আরও দক্ষ, আধা দক্ষ শ্রমিক নিয়োগ দেয়ার বিষয়েও আলোচনা করেন।
বৈঠককালে তিনি গভর্নরকে বাংলাদেশকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামিদিনে এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ইকোনমিক কাউন্সেলর ড. আবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
এমআর/