দারিদ্র পীড়িত ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের ওপর অবিলম্বে সব ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবারও আহবান জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি।
১৫ অক্টোবর রোববার যুক্তরাজ্যের লেবার পার্টির শান্তি বিষয়ক ছায়া মন্ত্রী হ্যাবিয়ান হ্যামিল্টন বলেন, তার দল ক্ষমতায় থাকলে নিজেদের আত্মরক্ষার স্বার্থ যে পরিমাণ সমরাস্ত্রের প্রয়োজন কেবল ততটুকু অস্ত্র কোনো দেশকে সরবরাহ করত।
মিডল ঈস্ট আই সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি করা উচিত হবে না যারা এসব অস্ত্র নিজ দেশের জনগণ এবং অন্য দেশের বিরুদ্ধে আগ্রসনে ব্যবহার করবে।
তিনি আরো বলেন, ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব এবং তার মিত্রদেশগুলো যারাই ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালাচ্ছে তাদের সবার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এতে সার্বিক সমর্থন দিচ্ছে আমেরিকা। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ১২,০০০ ইয়েমেনি নিহত এবং আরও বহু আহত হয়েছে। এছাড়া ধ্বংস হয়েছে বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো।
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ১৭ অক্টোবর ২০১৭