মার্কিন আইন প্রণেতারা সৌদি আরবের বিরুদ্ধে বৃহস্পতিবার কঠোর পদক্ষেপ নেয়া হুমকি দিয়েছেন। সৌদি যুবরাজ সাংবাদিক জামাল খাশোগিকে ‘গুলি’ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে তথ্য ফাঁস হওয়ার পর এ হুমকি দেয়া হয়।
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন কিনা স্পষ্টভাবে তা জানাতে কংগ্রেস শুক্রবার পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সময় বেঁধে দিয়েছে।
খবর এএফপি’র।
২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করা হয়।
নিউইয়র্ক টাইমস সম্প্রতি কয়েকজন কর্মকর্তারা বরাত দিয়ে জানিয়েছে, ২০১৭ সালে সৌদি যুবরাজ তার এক সহকারিকে খাশোগি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব ফিরে না এলে তাকে ‘গুলি’ করার নির্দেশ দেন।
৩৩ বছর বয়সী সৌদি সিংহাসনের উচ্চাভিলাষী এই উত্তরাধিকারী খাশোগিকে হত্যা করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে।
সূত্র – বাসস