সৌদির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ছে

সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারিত হচ্ছে। এ বিষয়ে দুই দেশই সম্মত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার ০৫ ডিসেম্বর সচিবালয়ে সৌদি আরবের এক ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানা মুহিত।

অর্থমন্ত্রী বলেন, সফররত সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধি দল আগামীকাল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর সঙ্গে একটি চুক্তি সই করবে। এই চুক্তির পরেই বেসরকারি পর্যায়ে দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়বে।

অর্থমন্ত্রী এসময় আশা প্রকাশ করেন, সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতিও কমবে।

এদিকে ওই বৈঠকে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশে বিনিয়োগ করলে সৌদি ব্যবসায়ীদের সকল ধরনের সহায়তার আশ্বাস দেন।

আজকের বাজার: আরআর/ ০৫ ডিসেম্বর ২০১৭