সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার সাতক্ষীরার আট গ্রামে ঈুদল আজহা পালিত হয়েছে।
সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার বাউখোলায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
ঈদের জামায়াতে বাউখোলা, সাতানি, ভাদড়া, নলতা, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছাসহ ৮ গ্রামের শতাধিক মানুষ নামাজ আদায় করেন।