সৌদি আরবের ইতিহাসে প্রথম ফ্যাশন শো ১০ এপ্রিল

সৌদি আরবে পরিবর্তনের হাওয়া লেগেছে।গাড়ি চালানো, নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি, পুরুষের অনুমতি ছাড়াই ব্যবসা, সিনেমা, থিয়েটার, ব্যান্ড শোর পর এবার ফ্যাশন শো সৌদি আরবে।

আগামী ১০ এপ্রিল থেকে সৌদি আরবের ইতিহাসে প্রথম ফ্যাশন সপ্তাহ শুরু হতে যাচ্ছে। রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটজ কার্লটনে এ ফ্যাশন শো হবে। আরব নিউজ।

চার দিনের ফ্যাশন শোতে আরব ডিজানাইরদের পাশাপাশি ইউরোপিয়ান ডিজাইনাররাও অংশ নেবেন।

‘আরব ফ্যাশন উইক রিয়াদ’ শীর্ষক এই আয়োজনে বিদেশিরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থা আরব ফ্যাশন কাউন্সিলের সৌদি চাপ্টারের পরিচালাক লায়লা ইসা আবুজায়েদ।

আজকের বাজার/আরজেড