সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

সৌদি আরবে আজ বুধবার অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশিসহ ১১ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন।

১২ জুলাই বুধবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়, জানালাবিহীন একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় শ্বাসরোধে মারা যান এসব অভিবাসীরা।

সৌদির সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা একটি পুরাতন বাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছে। যেখানে বাতাস চলাচলের জন্য জানালা ছিল না।ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১১ জন মানুষ মারা গেছেন এবং অপর ছয়জন আহত হয়েছেন।

হতাহতদের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৩ জুলাই ২০১৭