সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। দেশটির একটি বিদ্যুৎ কেন্দ্রে ইয়েমেনী বিদ্রোহীরা হামলা চালানোর দাবি করার পর বিষয়টি তাকে অবহিত করা হলো। খবর এএফপি’র।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবরটি জানানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের অংশীদার ও মিত্র দেশগুলোর সাথে আমরা এ ব্যাপারে অব্যাহতভাবে আলোচনা করে যাচ্ছি।’
তবে সৌদি আরবের পক্ষ থেকে হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। বুধবার রাতে ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানায়, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। গ্রুপটির আল মাসিরা টিভি এ খবর জানায়।
বুধবার সকালে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, ইয়েমেনের আকাশসীমায় হুতিদের ছোঁড়া একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত বরাবর বিদ্রোহীরা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অনেক জোরদার করেছে।