শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার দিনে সৌদি আরবেও হামলার চেষ্টা হয়েছে। তবে সেখানে ‘সফল’ হয়নি সন্ত্রাসীরা। উত্তর রিয়াদের একটি মন্ত্রণালয়ে ভারী অস্ত্রসহ ঢুকে পড়া চার হামলাকারীকেই মেরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। ধারণা করা হচ্ছে ইসলামী জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।
আরব নিউজ জানিয়েছে, রোববার রিয়াদের তদন্তকেন্দ্রের প্রধান প্রবেশ পথ দিয়ে একটি গাড়িতে করে বন্ধুকধারীরা ঢোকার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাদের প্রতিহত করেন। শুরু হয় দুপক্ষের গোলাগুলি। এই ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা হতাহত হয়নি বলে জানা গেছে।
এর আগে রোববার দিনের শুরুতে শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি।
এখন পর্যন্ত ৩৫ জন বিদেশিসহ ১৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ।
আজকের বাজার/এমএইচ