সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ এলাকায় শনিবার পুলিশের অভিযানে সন্দেহভাজন সন্ত্রাসী গ্রুপের আট সদস্য নিহত হয়েছে। কাতিফ সংখ্যালঘু শিয়া অধ্যুষিত একটি এলাকা। সরকারি সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে সরকারি সৌদি প্রেস এজেন্সি জানায়, সম্প্রতি গঠিত এ সন্ত্রাসী গ্রুপ দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ কর্মকান্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর পর পাল্টা অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্শ¦বর্তী সানাবিসে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ঘিরে রেখেছিল।
ওই মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসীদের আত্মসমর্পনের কথা বলা হলেও তারা এতে কোন সাড়া না দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এরপর সেখানে পাল্টা গুলি চালালে তারা নিহত হয়।’
তিনি আরো জানান, এ অভিযানে বেসামরিক বা নিরাপত্তা বাহিনীর কোন সদস্য নিহত হয়নি।