সৌদি আরবে পুলিশ চেকপয়েন্টে হামলা, নিহত ৪

সৌদি আরবে একটি পুলিশ চেকপয়েন্টে হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে আরও ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর আরব নিউজের।

শুক্রবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের আসির অঙ্গরাজ্যে এ হামলার ঘটনা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই হামলাকারী আটক হয়। গোলাগুলিতে নিহত হয় আরেক হামলাকারী।

হামলাকারীদের সবাই সৌদি আরবের নাগরিক বলেও মন্ত্রণালয়টি থেকে জানানো হয়।

আরএম/