সৌদি আরবে বাংলাদেশি এক সবজি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে এক সৌদি নাগরিক। নিহত ওই বাংলাদেশি নাম আজিজুল তালুকদার।
নিহত সবজি ব্যবসায়ী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা গ্রামের রমজান আলির ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দেশেই থাকেন।
শুক্রবার আবহা খামিস মোরশেদ জেলার সারা তাবিদা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিহতের ছোট ভাই মাসুদ তালুকদার জানান। তিনি বলেন, তারা দুই ভাই একই সঙ্গে ওই দোকান চালাতেন। তার সামনেই আজিজকে গুলি করে হত্যা করা হয়।
পরে স্থানীয় জনতার সহায়তায় হত্যাকারী ওই সৌদি নাগরিককে পুলিশ আটক করে। তবে সৌদি নিয়ম অনুযায়ী তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এস/