সৌদি আরবে বাংলাদেশসহ ২৪ দেশের যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি জোটের এই মহড়ায় অংশ নেয় এশিয়া ও আরব দেশের সেনাবাহিনী।
মহড়া সমাপনীতে এসব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে, গত মধ্যরাতে সৌদি আরবের দাম্মাম বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সৌদি মজলিশে সুরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন ফয়সাল আবু শাক ও বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রাসহ তাঁকে নেয়া হয় শেরাটন দাম্মাম হোটেলে।
এদিকে, লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে আজই সৌদি আরব থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। লন্ডনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এস/