সৌদি আরবের জেদ্দার তুয়েলে গাড়ির ধাক্কায় আল আমিন নূর কারীম (৪৪) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। রোববার (২২ জুলাই) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালাসংলগ্ন সাতবাড়ির আবুল খায়েরের ছেলে।
সৌদিতে নিহতের সহকর্মী আলমগীর, সাইফুল্লাহ, কামরুল হাসান জানান, জেদ্দার তুয়েলে এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির চলন্ত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আল আমিন। নিহতের মৃতদেহ তুয়েল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আরএম/