সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম মোর্শেদুল আমিন। তিনি কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের সৈয়দ করিমের ছেলে।
শনিবার (২৮ জুলাই) সকালে জেদ্দার মক্কা-জেদ্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে জেদ্দা থেকে মক্কা আসার পথে মোরশেদকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তার মৃত্যু হয়।
পোকখালী ইউপি মেম্বার কলিম উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ