সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন । এছাড়া আরও ৩ বাংলাদেশী আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সকালে, পূর্বাঞ্চলীয় প্রদেশ হাফার আল বাতেন থেকে রিয়াদ ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মৃত আনোয়ার হোসেনের বাড়ী ব্রাক্ষ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার চক চন্দ্রপুর গ্রামে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে রিয়াদের সুলাই এলাকায় খায়রুল আলম নামে আরেক বাংলাদেশি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সৌদির আল ফৌজানা কনস্ট্রাকশন কোম্পানিতে তিনি কর্মরত ছিলেন। খায়রুলের বাড়ি ময়মনসিংহের গফারগাঁওয়ে।
আজকের বাজার/আরজেড