সৌদি আরবে আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশিসহ ৯ প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এই খবর নিশ্চিত করেছে। নিহত ৩ বাংলাদেশি হলেন, মলম মিয়া, আলম শাহ মিয়া, সাইফুল ইসলাম আবু বশির। গত শনিবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অপর এক বাংলাদেশি নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ৪ মিশরীয় নাগরিক ও ২ ভারতীয় নাগরিক রয়েছেন।
কাতারের মালিকানাধীন একটি কোম্পানিতে চাকরিরত ওই প্রবাসী শ্রমিকেরা হাসপাতালে খাবার বিতরণের কাজ করতেন। ছুটির দিন কাটাতে তারা কুনফুদা পাহাড়ি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন বলে সৌদি গেজেট জানিয়েছে।
আজকের বাজার:এলকে/ ২২ জানুয়ারি ২০১৮