সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৬ নারী শ্রমিক

বিভিন্নভাবে নির্যাতনের শিকার ৬৬ জন নারী শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন। শনিবার (১৯ মে) রাত ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এয়ারপোর্টের প্রবাস কল্যাণ ডেস্কের ইনচার্জ মো. হেলাল গণমাধ্যমকে জানিয়েছেন, ফিরে আসা এই  নারী শ্রমিকদের নাম এন্ট্রি করা হয়েছে।

ফিরে আসা নারী শ্রমিকরা জানান, সেখানে (সৌদি আরব) প্রতিনিয়ত নারী শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে। তাদের আটকে রেখে ইলেকট্রিক শক দেওয়ার পাশাপাশি রড গরম করে ছেকা পর্যন্ত দেওয়া হয়।

ফিরে আসা নারী শ্রমিকদের একজন সালমা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার পাসপোর্ট রেখে দিয়েছে ওই মালিক। আমি সেখান থেকে পালিয়ে বাংলাদেশের দূতাবাসে আসি। দূতাবাস থেকে আমাকে আউট পাস দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। আমি একবছর কাজ করেছি। কিন্তু বেতন দিয়েছে তিন মাসের। এর আগে আমি ওমানে ছিলাম। আমি তাদের ভাষা জানি। আমাকে অনেক গালাগালি করতো।খেতে দিতো না ঠিক মতো।’

দেশের নারীরা দারিদ্রের কড়ালগ্রাস থেকে মুক্তি পেতে প্রবাস জীবন বেছে নেন। দেশে কর্মসংস্থানের সুোগ না হওয়ায় পাড়ি জমান সুদূর সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবাননসহ বিশ্বের ১৮টি দেশে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) দেওয়া তথ্য মতে, ২০১৭ সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, যা মোট অভিবাসন সংখ্যার ১৩ শতাংশ।

রাসেল/