সৌদি আরব মঙ্গলবার একাধিক রাজকীয় আদেশ জারি করেছে যার মধ্যে খেলাধুলা ও পর্যটন বিষয়ক নতুন মন্ত্রক প্রবর্তনের অন্তর্ভুক্ত রয়েছে।
কিংডমের সিভিল সার্ভিসের মন্ত্রী সুলায়মান বিন আবদুল্লাহ আল-হামদান স্বস্তি পেয়েছিলেন। মন্ত্রকটি এখন আনুষ্ঠানিকভাবে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে যোগদান করবে।
সৌদি আরব জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটির(সাগিয়া)গভর্নর ইব্রাহিম আল-ওমরও তার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। প্রাক্তন জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালিহের নেতৃত্বে স্যাগিয়া এখন নতুন গঠিত”বিনিয়োগ মন্ত্রক”দ্বারা প্রতিস্থাপিত হবে।
আজকের বাজার/আখনূর রহমান