নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন ৪০ নারী গৃহকর্মী।
রোববার (২৭ মে) রাত ৮ টা ১০ মিনিটে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা গেছে, নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে তার বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নেয়। পরে তাদের দেশে পাঠানো হয়।
ফিরে আসা এক নারী বলেন, গরম পানি ঢাইলা দেয়, মাইর ধর করে, ইজ্জত লুটে নেয়।
আরেকজন বলেন, এক সপ্তাহ বাথরুমে বন্ধ করে, বাথরুমের পানি আমাকে খাওয়াইছে।
সংসারের সচ্ছলতার আশায় জন্মভূমি আর প্রিয়জনদের ছেড়ে পাড়ি দিয়েছিলেন আরব দেশে। কিন্তু সেখানে দিনের পর দিন নিগ্রহ আর নির্মম অত্যাচারের শিকার। শনিবার রাতেও দেশে ফেরেন এমন ৪০জন নারী গৃহকর্মী। ফেরার সময় হতভাগ্য এই নারীদের অনেকেই নিয়ে আসতে পারেননি নিজের জামা-কাপড়ের ব্যগটি। এমনকি ফেলে আসতে হয়েছে পায়ের জুতো জোড়াও।
সাম্প্রতিক বছরগুলোসহ সৌদি আরবে সব মিলিয়ে নারী শ্রমিক পাঠানো হয়েছে ১ লাখ ৮০ হাজারের মত। এদের মধ্যে শুধু গত কয়েকদিনেই নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন প্রায় দুইশো নারী শ্রমিক।
আরজেড/