একটু ভালো থাকতে ও পরিবারকে ভালো রাখতে আমাদের দেশের অনেক নারীই গৃহকর্মী হিসেবে যান সৌদিতে। পরে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেন। ঝিনাইদহের মরিয়ম বেগমও তাদের একজন। তিনি নিজেই তার কষ্টের কথা গুলো বলছিলেন এইভাবে-
‘প্রতিদিন ১০টা ঘর ও ঘরের বাইরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হতো। সেখানে মক্তবে থাকার ব্যবস্থা ছিল। কথায় কথায় গলা টিপে ধরতো। নারীরা হাত দিয়ে মারত, পুরুষরা লাঠি দিয়ে এবং আরও খারাপ কাজ করত। এমনভাবে মারত যেন কাউকে দেখাতে না পারি। কোনো বাবা-মা যেন তার মেয়েকে সৌদি আরবে না পাঠান। হাজার হাজার মক্তবে শত শত বাংলাদেশি মেয়ে আছে। ওদের তালাবদ্ধ করে রাখে ওরা।’
শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে কেবল সৌদি আরব থেকেই গত ৩ বছরে ফিরেছেন ৪ হাজারের বেশি নারী শ্রমিক।
আরজেড/