সৌদি আরবের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এটি বিধ্বস্ত হয়। এতে বিমানের ক্রু নিহত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানায়।
মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়, যুক্তরাজ্যের তৈরি হক প্রশিক্ষণ বিমানটি সোমবার বিধ্বস্ত হয়েছে। কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে, দুর্ঘটনা সম্পর্কে খবরে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। এছাড়া বিমানে কতোজন ক্রু ছিল সে সম্পর্কেও কিছু বলা হয়নি। তথ্যসূত্র-বাসস।
আজকের বাজার/এমএইচ