সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের অনেক সম্ভাবনা রয়েছে : ডিসিসিআই সভাপতি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত ৫ দশকে নতুন উচ্চতায় স্থান পেয়েছে।

এরই ধারাবাহিকতায় দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ হয়েছে। যার ফলস্বরূপ ২০২২ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালে এবং ২০৪১ সালে বাংলাদেশের স্বল্পোন্নত ও উন্নত দেশে উত্তরণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও রপ্তানি গন্তব্যস্থলসমূহের সম্প্রসারণ করা একান্ত অপরিহার্য। এমতাবস্থায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য সৌদি আরব একটি আদর্শ গন্তব্যস্থল হিসেবে আর্ভিভূত হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালেদ-আল ফালেহের বাংলাদেশ সফর দুদেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছার দিগন্ত উন্মোচিত করেছে। বাংলাদেশে খাদ্য, জ¦ালানি, লজিস্টিকস এবং পণ্য উৎপাদন খাতে সৌদির বাণিজ্যিক সম্পর্ক সুসংহতকরণের প্রত্যয় পরিলক্ষিত হয়েছে। (বাসস)