সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
২ সেপ্টেম্বর শনিবার সৌদি'র মিনা প্যালেসে দু'জনের সাক্ষাত হয়। এ সময় উভয়ে পবিত্র ঈদ উল আজহা'র শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন,দলের মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রহুল আমিন হাওলাদার,সাংসদ ও প্রেসিডিয়াম সদস্য রত্না হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদা আখতার। সৌদি বাদশার সঙ্গে ছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তরে জাপা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি।
সাক্ষাতে এরশাদ ও সৌদি বাদশা দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে প্রবাসীদের সুযোগ-সুবিধা এবং চাকরীতে অনিয়মসহ অন্যান্য বিষয় সৌদি বাদশা'র সামনে তুলে ধরেন এরশাদ। এ সময় সৌদি বাদশা সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে,এরশাদকে ঘনিষ্ট বন্ধু বলে মনে করেন। তিনি এরশাদের শাসনামলের কথাও স্মরন করেন। এরশাদও সৌদি বাদশাকে বাংলাদেশের বন্ধু দাবি করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজকের বাজার: এলকে/এমএম/ ৩ আগস্ট ২০১৭