সৌদি আরবের বাদশাহ সালমানের দেহরক্ষী আব্দুল আজিজ আল ফাঘামকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার, ২৯ সেপ্টেম্বর সকালে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক টুইটবার্তায় এ তথ্য জানানো হয়।
মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল আল ফাঘাম ছিলেন বাদশাহ সালমানের খুবই বিশ্বস্ত দেহরক্ষী। গতকাল জেদ্দায় তার বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন ফাঘাম। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্যক্তিগত বিরোধের জেরে বলা হলেও হত্যার সঙ্গে কারা জড়িত থাকতে পারেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি প্রতিবেদনে।
তবে আরব আমিরাতের প্রভাবশালী দৈনিক খালিজ টাইমস জানিয়েছে, শনিবার জেদ্দায় বন্ধুর বাড়িতে আল ফাঘামের সঙ্গে মামদুদ আল আলী নামের এক ব্যক্তি বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মামদুদ তার একজন ভাড়াতে খুনিকে নিয়ে আসেন। সে ব্যক্তি মামদুদের নির্দেশে আল ফাঘামকে গুলি করে হত্যা করে।
খালিজ টাইমস আরও জানায়, মামদুল আল আলিকে মক্কার নিরাপত্তা বাহিনী গ্রেফতার করতে গেলে আত্মসমর্পনে অস্বীকৃতি জানিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এক পর্যায়ে মামদুল আল আলিও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।
আজকের বাজার/এমএইচ